ইজতেমায় মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক, পদদলিত হয়ে আহত ৬৪

সুপ্রভাত ডেস্ক »

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ধাপ শেষ হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) মাওলানা জুবায়ের আহমেদের পরিচালনায় আখেরি মোনাজাতের সময় ইজতেমার চারপাশে মুসল্লিদের মধ্যে দেখা দেয় ড্রোন আতঙ্ক।

জানা যায়, রোববার সকাল ৯টা ৩৩  মিনিটে বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের সময় উড়ছিলো একটি ড্রোন। এসময় টঙ্গী স্টেশন রোড এলাকায় বেলুনের ওপর আছড়ে পড়ে ড্রোনটি। এতে আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি শুরু করেন মোনাজাতে অংশ নেয়া মুসল্লিরা। পরে, পদদলিত হয়ে ৬৪জন মুসল্লি আহত হয়েছেন।

মুসল্লিরা জানান, ইজতেমার মোনাজাতের সময়ে ড্রোন উড়ে বেলুনের ওপড়ে পড়ে বিকট শব্দ হওয়ায় দৌড়াদৌড়ি করে অনেক মুসল্লি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালেসহ স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম বলেন, একটি ড্রোন আকাশে উড়ছিলো সম্ভবত ড্রোনটির চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি ২নং গেটের একটু সামনে এলাকায় আঁছড়ে পড়ে। তবে মুসল্লিরা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি তদন্ত চলছে।