সুপ্রভাত ডেস্ক »
ইউনিলিভার এমপ্লয়ীজ ইউনিয়নের নেতৃবৃন্দ বুধবার (২৬ মার্চ) তাদের দীর্ঘদিনের দাবিদাওয়া বাস্তবায়নের লক্ষ্যে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের কালুরঘাট ফ্যাক্টরির গেটে মিটিং ও মানববন্ধন করেছেন।
শ্রমিকদের প্রধান দাবি—সরকার ঘোষিত ২৭ নভেম্বর ২০২৪ সালের সোপ অ্যান্ড কসমেটিকস শিল্পের ন্যূনতম মজুরি বোর্ডের গেজেট অনুযায়ী মূল মজুরির বার্ষিক ৫% বৃদ্ধির বাস্তবায়ন।
ইউনিয়নের সভাপতি মো. আব্দুল জলিল মন্ডল, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক সিরাজ সিকদার বক্তব্য রাখেন। তারা বলেন, `ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হলেও, শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আশা করি, কর্তৃপক্ষ আমাদের এই যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করবে।’
শ্রমিকদের দাবি:
১. সরকার ঘোষিত ন্যূনতম বাৎসরিক মজুরি বৃদ্ধির হার ৫% কার্যকর করা।
২. শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিষ্ঠান কর্তৃক আরও সহায়তা প্রদান।
৩. কথায় কথায় শোকেস ও সাসপেন বন্ধ করতে হবে।
৪. এমপ্লয়েস ইউনিয়নের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
৫. ৫% ইনক্রিমেন্টের পাশাপাশি অন্যায়ভাবে সাসপেন্ড করা ৫ জন সিবিএ নেতার সাসপেন্ড বাতিল করে অনতিবিলম্বে কাজে যোগদান করতে হবে।
এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে শ্রমিকরা জানিয়েছেন, দাবি আদায় না হলে তারা আরও বড় কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন।