আ. লীগ সরকার নিপীড়ন-অত্যাচারের হাতিয়ার হিসেবে ডিসিদের ব্যবহার করেছে: আসিফ নজরুল

সুপ্রভাত ডেস্ক »

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার মানুষকে নিপীড়ন ও অত্যাচারের হাতিয়ার হিসেবে ডিসিদের ব্যবহার করেছে। এক্ষেত্রে আইন ও সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষদিনে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বৈঠক শেষে এ কথা বলছেন তিনি।

আসিফ নজরুল বলেন, ডিসিরা আইন ও সংবিধান মেনে চললেই জনগণ প্রকৃত সেবা পাবে। বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীরা যেন দ্রুত জামিন না পায়, সে ব্যাপারে বলেছেন ডিসিরা। তবে অ্যাটর্নি জেনারেল বলেছেন, আদালতের কাজই জামিন দেয়া।

আইন উপদেষ্টা জানান, ডিসিরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ দেয়ার প্রস্তাব করেছে। জনশক্তি বিষয়ক প্রশিক্ষণের কার্যক্রম আরো বাড়ানো হবে। তাছাড়া যারা বিদেশে যেতে চায়, তাদের ডাটাবেজ করা হবে।