সুপ্রভাত ডেস্ক »
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার খাল খনন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও তার কোনও সুফল বন্দর নগরীর মানুষ পায়নি।
শুক্রবার (২ মে) দুপুরে চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে বিএনপির স্থানীয় সাতশত নেতাকর্মী এই খাল খননে কাজ করবে। আগামী একমাস এই খাল খনন কার্যক্রম চলবে। খালগুলোর পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হলে অর্থনীতি ও পরিবেশসহ মানুষের জীবনমানও উন্নত হবে।
এ সময় চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সিডিএ প্রকল্পের বাইরে থাকা ২১টি খাল ও ১৬০০ কিলোমিটার নালা খননের জন্য সরকারের কাছে ৩৯৮ কোটি টাকা চাওয়া হয়েছে।