সুপ্রভাত ডেস্ক »
আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে মঞ্চ ২৪।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে ১৪ দল একটি অপশক্তির নাম। এ দেশের মানুষের অধিকারকে উপেক্ষা করে স্বৈরাচারী জননীকে বৈধতা দিয়েছিল এই আওয়ামী জোট।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক কাঠামো তৈরি করে সুশাসনের পরিবর্তে স্বৈরাচার, গণতন্ত্রের পরিবর্তে গোপন অপকৌশল এবং দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি আধিপত্যবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল ১৪ দলীয় জোট।
জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে জনআন্দোলনের বিরুদ্ধে গিয়ে ভারতপন্থি রাজনীতি আর কখনও চলতে পারবে না। বিদেশের কোনো শক্তির অ্যাজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এ সময় আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় মঞ্চ ২৪।