আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেলো

আসামের করিমগঞ্জ রেল জংশন। ছবি: বিবিসি

বিবিসি বাংলা »

বদলে গেলো ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশ লাগোয়া করিমগঞ্জ জেলার নাম। এখন থেকে জেলাটির নাম শ্রীভূমি।

বৃহস্পতিবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, শুধু জেলার নাম নয়, করিমগঞ্জ শহরের নামও শ্রীভূমি টাউন হবে।

গত মঙ্গলবার আসামের রাজধানী দিসপুরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নামবদলের কথা ঘোষণা করেন।

তারপরেই করিমগঞ্জ জেলায় বিজেপি ও সেটির সহযোগী সংগঠনগুলির কর্মী সমর্থকদের উল্লাস শুরু হয়ে যায়।

তবে জেলার অন্য বাসিন্দারা হঠাৎ নাম বদলের সিদ্ধান্তে কিছুটা ক্ষুব্ধ।

বাংলাদেশের জকিগঞ্জ লাগোয়া ওই জেলাটির প্রায় ৫৫ শতাংশ মুসলমান।

সেখানকার মানুষ বলছে, করিমগঞ্জ একটি ঐতিহাসিক নাম। নাম বদল করার কোনও জোরালো গণদাবি ওঠেনি কখনই। তবে হিন্দুত্ববাদী নানা সংগঠন বিভিন্ন সময়ে করিমগঞ্জ নাম বদল করে ‘শ্রীভূমি’ রাখার দাবি তুলেছিল।