কবরস্থান নিয়ে বিবাদ
নিজস্ব প্রতিবেদক »
নগরীর বাকলিয়া আব্দুল লতিফ হাটে কবরস্থান নিয়ে বিবাদে অস্ত্রসহ আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল সোমবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস বলেন, গত শুক্রবার সকালে বড় মৌলভী কবরস্থানে সাইন বোর্ড স্থাপনকে কেন্দ্র করে সন্ত্রাসী এয়াকুব আলী ও তার দলের লোকজন প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হয়ে আমাদের ওপর হামলা করে। সে সময় ৪ জন গুলিবিদ্ধ ও ১৬ জন আহত হয়।
কিন্তু এ কবরস্থানসহ আশপাশের ৭৩ শতক জায়গার খরিদাসূত্রে মালিক আমার বাবা। কবরস্থানের সংস্কার কাজ ও সরকারি খাজনা আমি দিয়ে থাকি।
সম্প্রতি এয়াকুব কবরস্থানে চাঁদাবাজি শুরু করেছে। লাশ দাফনে তাকে চাঁদা দিতে হচ্ছে। দীর্ঘদিনের পরিচিত ‘বড় মৌলভী কবরস্থান’ নামটির পরিবর্তে সে ‘সামাজিক নতুন কবরস্থান’ নাম দেওয়ার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয় সে।
পুরনো সাইনবোর্ডের জায়গায় নতুন সাইনবোর্ড ঝুলাতে যাওয়ার সময় সে আমাদের ওপর হামলা চালায়।
সংবাদ সম্মেলনে ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমেদ ইলিয়াস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এয়াকুবসহ বাকি আসামিদের অস্ত্র উদ্ধার করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।