আল-আরাফাহ ও কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক

সুপ্রভাত ডেস্ক »

আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পরিচালকদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগের পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এ দুটি ব্যাংকে পরিচালকদের নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনে এবিষয়ে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন পরিচালকরা হলেন- মো. আতাউর রহমান (স্বতন্ত্র পরিচালক); মো. মহসিন মিয়া (স্বতন্ত্র পরিচালক), কামরুল হক মারুফ (পরিচালক); মো. গোলাম মুরতুজা (পরিচালক) এবং শেখ আশ্বাফুজ্জামান (স্বতন্ত্র পরিচালক)।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদে – খাজা শাহরিয়ার স্বতন্ত্র পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদের অন্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, এম আবু ইউসুফ ও মোহাম্মদ আশরাফুল হাসান।