আলোকচিত্রী শাহরিয়ার ফারজানার ছবি জাপানের ‘৮১-তম ইন্টারন্যাশনাল ফটোগ্রাফিক স্যালন অব জাপান (দ্য আশাহি শিমবুন)’-এ ‘অনারেবল মেনশন’ পুরস্কার অর্জন করেছে। জাপানের টোকিও-তে ৩ এপ্রিল ২০২১ থেকে এক বছর ব্যাপী অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় সারা বিশ্বের ৭৭টি দেশের মোট ১১,৮৪১টি ছবি অংশগ্রহণ করেছে। এসব ছবির মধ্যে মাত্র ১১১টি ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে।
‘চেঞ্জ দ্য থট’ শীর্ষক শাহরিয়ার ফারজানার পুরস্কারবিজয়ী ছবিটিতে দেখা যায়, পতেঙ্গা সমুদ্রসৈকতে বোরকা পড়া, মাথায় হিজাব পরিহিত এক শিক্ষিকা স্মার্ট ফোন হাতে সেলফি তুলছেন তাঁর ছোট ছোট শিক্ষার্থী বন্ধুদের সাথে। রক্ষণশীল হয়েও একজন মহিলার মধ্যে আধুনিকতার এই ছোঁয়া মুগ্ধ করেছিল ফারজানাকে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সন্তান শাহরিয়ার ফারজানার বহু আলোকচিত্র ইতিমধ্যে ৭৯টি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে।
এগুলোর মধ্যে ‘পিংক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২০’-এ ‘হাইলি রিকমন্ডেড অ্যাওয়ার্ড’, ‘ইন্টারন্যাশনাল কমপিটিশান ইউনিভার্সাল ইমেজ সার্কিট ২০২০ জেসিএম’-এ ‘‘ডব্লিউপিএআই গোল্ড মেডাল’, ‘সেকেন্ড জর্জিয়া ইন্টারন্যাশনাল ফটো স্যালন ২০২০’-এ ‘‘স্যালন সিলভার মেডাল’, ‘ইন্টারন্যাশনাল স্যালন নিউ ইয়র্ক (আইএসএনওয়াই) ২০২০’-এ ‘ফিয়াপ এইচএম রিবন’, ‘ফোর্থ বিপিএস ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি কমপিটিশান এন্ড এক্সিবিশান ২০১৯’-এ ‘পিএসএ গোল্ড মেডাল’, ‘ফোয়েনিক্স ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি প্লান্ট অ্যাওয়ার্ড ২০১৯-এ ‘পিএসএ গোল্ড মেডালসহ অসংখ্যা পুরস্কার।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শোয়েব ফারুকীর হাত ধরে তারই গড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘ফটো আট ইনস্টিটিউট’-এর শিক্ষার্থী শাহরিয়ার ফারজানার আলোকচিত্রে হাতেখড়ি।আলোকচিত্রে বিশেষ অবদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে শাহরিয়ার ফারজানা ব্রিটিশ কাউন্সিল-এর ‘লিপিং বাউন্ডারিস ২০১৯’, রোটারি ক্লাব অব অ্যানশেন্ট চিটাগাং ও রোটারি ক্লাব অব সাগরিকা-র ‘ভোকেশনাল এক্সেলেন্সি অ্যাওয়ার্ড ২০১৯’, জীবনের জন্য ফাউন্ডেশন-এর ‘মাদার তেরেসা শাইনিং পারসোনালিটি অ্যাওয়ার্ড ২০১৭’ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। বিজ্ঞপ্তি