মানুষ ও মেঘ, বৃষ্টিদিনে
তোমার পাখা নেই, মানুষের থাকে না-
হাওয়া তবু তোমার ওপর ভর করে ওড়ে।
কান কথা-কানে দেয়া কথামৃত-
নড়ে যায় কলকব্জা
মগজ আর মননের
আলগোছে হয়ে যাও সব বিস্মৃত।
ঘরবাড়ি নেই মেঘের, মানুষের আছে-
মেঘের সন্তান বৃষ্টিরা ভূখণ্ডে ঝরঝর ঝরে।
বৃষ্টির গান-জীবনমহিমা বন্দনা-
উষ্ণীষ কোমল মন
প্রণয়ে আর বিরহে
বৃষ্টিদিনে মানুষ ও মেঘ হয় আনমনা।
পাখা নেই মানুষের, মেঘের আছে উড়ালভঙ্গি
মানুষের মন হয় ছুটন্ত মেঘেদের অচেনা সঙ্গি।
একটি বিলোপবাদী কবিতা
চেয়ে চেয়ে দেখলাম
আকাশ তার সব রঙ লুকিয়ে ফেললো
মেঘেরাও হয়ে গেলো শুধু অলীক ধোঁয়া
পাখিরা হারালো তাদের পাখা
রঙহীন জলের ঘুঙুর ভুলে গেলো গান
আলোহীন পাতারা ভুলে গেলো উষ্ণতা
তুমি ভুলে গেলে আমাকে
করে নিলে এক মুছে যাওয়া মুখের ফসিল
ক্ষীণ আভা রেখে হারিয়ে যাওয়া এক চাঁদ
চেয়ে চেয়ে দেখলাম
পৃথিবীর সব সবুজ হয়ে গেলো ফ্যাকাসে
থেমে গেলো বাতাসের চিরকেলে বয়ে চলা
কবিতার শব্দেরা বড্ড সিজোফ্রেনিক
খুঁটে খুঁটে খেয়ে ফেলে সব স্বপ্ন আর মগজ
শূন্যাবর্তে চিড়েচ্যাপটা হলুদের এক পৃথিবী
তুমি খেয়ে নিলে আমাকে
মাংসাশী বৃক্ষের মতো চুষে নিলে প্রাণরস
অনায়াসে তোমার মধ্যে বিলুপ্ত হয়ে গেলাম।
ত্রিফলাত্রয়
১.
পানশালায় যখন মাতোয়ারা আলোর
নির্মল উল্লাস জাগে
তমসাভুক গির্জা মসজিদ ফোঁস ফোঁস
করে অক্ষম রাগে।
২.
শরীর ছুঁলেই যদি
হৃদয় ছোঁয়া যেতো
বারবনিতারা নিশ্চয়ই
হৃদয়েশ্বরী হতো।
৩.
নারীতে উৎপন্ন হওয়া জীবন
হননের দাবানলে পোড়ায় নারী
আপন জাতকের নৃশংস দম্ভে
নারী নিজেই নিজের একান্ত বৈরি।
দুঃখের রিসোর্ট
অপরাহ্ন
সাঁকো এড়িয়ে
গড়িয়ে পড়েছে এঁদো জলে
পুরনো চাঁদের জং খসে খসে পড়ে
শহীদ মিনারে
এখানে ইতিউতি মুখর
মানুষের তোবড়ানো মুখ
চড়ুইভাতিতে মেতেছে মাতাল মেঘ
দুঃখের রিসোর্টে।
প্রকাশিত গ্রন্থ
মেঘদ্রোহী সূর্যসখা (কাব্যগ্রন্থ-বলাকা ২০১০)
মনোময় (কাব্যগ্রন্থ – বেহুলা বাংলা ২০১৯)
ষষ্ঠশরের গীত (কাব্যগ্রন্থ-খড়িমাটি ২০২১)
মায়াকাঞ্চন মালীর পৌরাণিক উনুন (কাব্যগ্রন্থ- আপন আলো ২০২১)
মানুষই আহার্য, ধর্মাবতার! (কাব্যগ্রন্থ – স্বদেশ শৈলী ২০২২)
অন্তর্লোকের আনাজপাতি (কাব্যগ্রন্থ- স্বদেশ শৈলী ২০২৩)
সাগরগামী নদী (কাব্যগ্রন্থ স্বদেশ শৈলী ২০২৪)
শঙ্খসোহাগ (গল্প-শৈলী প্রকাশন, ২০০০)
নীলমনি (গল্প-পূর্বাপ্রকাশন২০০২)
রাজেশ্বরীরদায় (গল্প-বলাকাপ্রকাশন২০০৬)
ঘোরবন্দী (গল্প-শুদ্ধপ্রকাশ২০১৯)
অন্ধশিকার (গল্প- পাঞ্জেরী২০২০)
প্রলম্বিত আঁধার (উপন্যাস-সন্দেশ ২০০৫)
প্রতিপক্ষকাল (উপন্যাস-বেহুলা বাংলা ২০১৭)
আসুন, সত্যবাদীদের অভিনন্দন জানাই (প্রবন্ধ)
তিমিরানন্দে বাংলাদেশ (প্রবন্ধ-বলাকা প্রকাশন ২০০৬)
পলিমাটির পাঁচালী (প্রবন্ধ-বলাকা প্রকাশন ২০০৯)