নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জামাল আহমেদ মৃত্যুবরণ করেছেন। আজ (রোববার) ভোর ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, দেশের অন্যতম আরামিট গ্রুপের চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু্ই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে তার ছেলে সৈয়দ রুম্মান আহাম্মেদ বলেন, ‘তিনি আগে থেকে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে তিনি হার্টের সমস্যায় মৃত্যুবরণ করেন। বাদ জোহর কর্ণফুলী উপজেলার দৌলতপুর গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।’
সৈয়দ জামাল আহমেদ এর মৃত্যুতে চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মো. রম্নহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।


















































