আমীর খসরুসহ চার বিএনপি নেতার বাসায় হামলা ও আগুন

মেহেদীবাগ এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় একটি গাড়িতে দেওয়া হয় আগুন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর কমিটির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহরসহ চার নেতার বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

পুড়িয়ে দেওয়া হয়েছে বাসার নিচে থাকা গাড়িও। শনিবার রাত আটটা থেকে নয়টার মধ্যে এ ঘটনা ঘটেছে। বিএনপির নেতাদের দাবি, ছাত্রলীগ–যুবলীগ এ হামলায় জড়িত।

শাহাদাত হোসেননের বাসায় হামলাকারীরা নিচে পার্ক করা ১০/১২টি গাড়িও আগুনে পুড়িয়ে দেন। গাড়িগুলো ভবনের অ্যাপার্টমেন্টে বসবাসকারীদের।

শাহাদাতের বাসার পর নগরের পাঁচলাইশ এলাকায় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসায়ও হামলা চালানো হয়।

নগরের চট্টেশ্বরীতে সাবেক মেয়র মীর নাছিরের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। বাসার দরজার সামনে থাকা দুটি পাজেরো গাড়ি ও জানালার কাচ ভাঙচুর করা হয়। ওই সময় বাসায় মীর নাছির উদ্দিন ছিলেন।