সুপ্রভাত ডেস্ক »
ওয়েব সিরিজ ‘আরণ্যক’ দিয়ে বহুদিন পর পর্দায় দেখা গেল অভিনেত্রী রাভিনা ট্যানডনকে। এর মাধ্যমে ওয়েব দুনিয়ায় অভিষেকও ঘটলো তার।
যদিও ‘আরণ্যক’-এর সাফল্যের পর ‘পা মাটিতে রেখে’ই প্রকাশ করছেন উচ্ছ্বাস। বললেন, ‘‘আমি খুব বেশি প্রত্যাশা করি না। যদি আমার কাজ ভালো হয়, তো খুশি। না হলে বসে বসে ভাগ্যকে দোষ দেই না। যেদিন থেকে আরণ্যক-এর কাহিনি শুনেছিলাম, সেদিন থেকেই এটাকে বিশেষ কিছু মনে হয়েছিল। আগে অনেক ওয়েব সিরিজকে ‘না’ বলেছিলাম। সেগুলোর অনেকগুলো কিন্তু পরে দারুণ সফল। মাঝে মাঝে ভাবতাম, সিরিজগুলো না করে ভুল করলাম না তো?”
অনেকগুলো জনপ্রিয় সিরিজকে না বলার পরেও রাভিনার আক্ষেপ নেই। কারণ জানতে চেয়েছিল বলিউড হাঙ্গামা। রাভিনার উত্তর— ‘আমার কাছে অনুশোচনার সময় বা ধৈর্য নেই। আমি কখনই হটকেক তারকা ছিলাম না। প্রতি সপ্তাহে আমার চলচ্চিত্রের ভাগ্য নিয়ে মাতামাতি হতো না।’
‘আরণ্যক’-এ রাভিনা তার প্রতিভা দেখিয়েছেন। অবাক করেছেন সমালোচকদের। অনেকেই বলছেন রাভিনা কি তবে আবার নিজের অভিনয় জগতের দরজা খুলে দিলেন?
‘আমি মনে করি মহামারির আগেই ওটিটির দরজা খুলেছিল। দীপিকা ও আলিয়ার মতো নতুন প্রজন্মের শিল্পীরা আমার সময়ের তুলনায় নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছেন বেশি। আমার সময় আমি ‘শুল’ ও ‘দামন’ সিনেমার জন্য আলোচিত হয়েছিলাম। কারণ সেগুলো বাণিজ্যিক ধারার ছিল না।” বললেন রাভিনা।
‘‘আরণ্যকের আগেই আমার কাছে ‘কেজিএফ’-এর প্রস্তাব আসে। কিন্তু তখনও নিশ্চিত ছিলাম না এই তারকাবহুল ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করা ঠিক হবে কিনা। তাই তারা প্রথম কিস্তিতে আমার বডি ডাবল ব্যবহার করেছে। দ্বিতীয় কিস্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছি।’’
রাভিনা এখন ওটিটি নিয়ে ভালোই ভাবছেন। বলেছেন, ‘স্ক্রিপ্ট দেখছি। বেশিরভাগই বেশ আকর্ষণীয়। অনেকগুলোতে ভূমিকা বেশ বড়। কিন্তু আমি এখন পরিবার নিয়ে একটু বেশি ভাবছি। আপাতত আমার নিজেকে প্রমাণ করার কিছু নেই।’