এজাজ ইউসুফী »
আমার প্রথম বই কোনটি তা নিয়ে নিজের মধ্যে দ্বন্দ্ব আছে। আমি বলি ১৯৯৬ সালে প্রকাশিত ‘স্বপ্নাদ্য মাদুলি’ কাব্যগ্রন্থই প্রথম। কিন্তু কী করে ভুলে যাই ‘বিবশ ম্যাডোনা’র কথা। সেটা ১৯৮৬/৮৭ সাল হবে। প্রায় ৬০ টির বেশি কবিতা নিয়ে গ্রন্থটি ছাপা হয় কালাতগঞ্জের আল আমিন প্রিন্টিং প্রেসে। প্রচ্ছদ করে দেয় শিল্পী উত্তম সেন। তখন সেই প্রেসের ম্যানেজার ছিলেন বাংলাদেশের পতাকার প্রথম নকশাকার শিবনারায়ণ দাশ। তিনি উৎসাহ দিলেন। কিন্তু সবকিছু হয়ে যাওয়ার পর মনে হলো এগুলো ঠিক কবিতা হয়নি। এটা প্রকাশিত হলে সমালোচকরা হামলে পড়বেন। কারণ, কয়েকজন কবিকে বিরূপ সমালোচনার তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পর। তাই দোনোমোনো করতে করতে আমার কাব্যগ্রন্থটি প্রেসের অন্ধকারেই হারিয়ে গেলো! কিছু দিন পর খবর নিয়ে জানলাম প্রেস মালিক পাওনার জন্য এক হাজার কপি বই সের দরে বিক্রি করে দিয়েছেন। যাক, বিবশ ম্যাডোনার একটি প্রুফ কপি আমার কাছে রয়ে গেছে। কিন্তু ছাপানো প্রচ্ছদ আস্তেধীরে হারিয়ে গেছে। যাক, সেসব কথা থাক। নব্বইয়ের দশকে আমরা উত্তর আধুনিকতার ভাব-দর্শন প্রচারে মেতে উঠি। ছোটকাগজ ‘লিরিক’ উত্তর আধুনিক সংখ্যা প্রকাশের পাশাপাশি ঐ দর্শনজাত চিন্তার আলোকে লিখিত কবিতার বই প্রকাশের উদ্যোগ নিই। এক প্যাকেটে চারটি বই বের হবে। নাম হবে ‘উত্তর আধুনিক গ্রন্থ চতুষ্টয়’। আমার ‘স্বপ্নাদ্য মাদুলি’, আহমেদ রায়হানের ‘ধানখোলা লবণের গোলা’, সাজিদুল হকের ‘অন্য কোনো সুরঞ্জনা’, জিললুর রহমানের ‘অন্য মন্ত্র’। কিন্তু একসঙ্গে হলো না। আমার ‘স্বপ্নাদ্য মাদুলি’ সবার শেষে বের হয় ১৯৯৬ সালে। এই তাহলে প্রথম? কিন্তু ‘বিবশ ম্যাডোনা’-কে ভুলে যাই কী করে। একটা বিষয়তো পরিষ্কার হলো যে, আমি কবিতা লিখে কখনও সন্তুষ্ট হতে পারিনি। একটা ঘোরের মধ্যে লিখে ফেলি। তারপর যখন সেই ঘোরগ্রস্ততা কেটে যায় তখন মনে হয় এটা ঠিক কবিতা হয়নি। এই দ্বিধা আজও কাটিয়ে উঠতে পারিনি। যদিও প্রথম কাব্য গ্রন্থের পাঠক প্রতিক্রিয়া খারাপ ছিল না। তবু প্রথম কাব্য গ্রন্থ কোনটি নিয়ে আজও সেই দোদুল্যমানতা কাটিয়ে উঠতে পারিনি।
* স্বপ্নাদ্য মাদুলি
* লিরিক প্রকাশনী
* প্রকাশ কাল : ১৯৯৬ সাল
* প্রচ্ছদ : ঢালী আল মামুন
* পৃষ্ঠা : ৬৪
* মূল্য : ৫০ টাকা