সুপ্রভাত ডেস্ক »
শোবিজের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। কখনো এই দুজনকে দেখা যায় স্বামী-স্ত্রীর চরিত্রে, আবার কখনো ভাই-বোনের। দুজনেই তাদের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। তাদের এই বন্ধন বাস্তব জীবনেও বেশ শক্তিশালী। তারা বেশ ভালো বন্ধুও।
গতকাল মঙ্গলবার অভিনেত্রী শাহনাজ খুশির জন্মদিন। বিশেষ এ দিনটিতে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র ভুল করেননি চঞ্চল। সোশ্যাল মিডিয়ায় খুশির সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যতদিন পর্যন্ত আমরা মন খুলে ঝগড়া, মারামারি করতে পারব, ধরে নিবি ততদিন সুস্থ আছি। আমাদের যা বয়স, সব স্বপ্ন সন্তানদের ঘিরে। আমরা স্ট্যান্ডবাই থাকতে থাকতে ওরা যদি একটু দাঁড়িয়ে যায়, তাহলেই আমাদের শান্তি।’
সময়ের দাপুটে এই অভিনেতা আরও লিখেছেন, ‘তোর আর আমার মতো শৈল্পিক, মাথাগরম, রগচটা, ঝগড়াটে, মারমুখী, সমালোচক বন্ধু আসলে এদেশে ২০ কোটিতে দুজন। বেঁচে থাক বন্ধু বহুকাল। আমরা আমৃত্যু ঝগড়া করেই সুস্থ থাকতে চাই। শুভ জন্মদিন বন্ধু, অনন্ত শুভকামনা।’
উল্লেখ্য, চঞ্চল-খুশির দুজনেরই গ্রামের বাড়ি পাবনায়। তবে তাদের পরিচয় হয় অভিনয়ে আসার পর। খুশির স্বামী জনপ্রিয় নাট্যকার, অভিনেতা বৃন্দাবন দাস।