সুপ্রভাত ডেস্ক :
ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরদিন সন্ধ্যা ৬ টায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি তিনি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন।
এদিকে করোনা আক্রান্ত নায়ক ফারুক জানালেন, গেলো শনিবার দ্বিতীয় দফায় তার করোনা পরীক্ষা করা হয়েছে। গতকাল রোববার রিপোর্ট হাতে এসেছে। সেখানেও পজিটিভ হয়েছেন তিনি। তবে তার সেবা ও দেখাশোনার জন্য সার্বক্ষণিক সঙ্গী হিসেবে থাকা এ অভিনেতার স্ত্রী ফারহানা ফারুকের করোনা নেগেটিভ এসেছে।
ফারুক বলেন, ‘বিষয়টা আজব। আমি খুব টেনশনে ছিলাম ওকে নিয়ে। সাধারণত করোনা রোগীদের সংস্পর্শে কাউকে আসতে দেয়া হয় না। কিন্তু ও আমার শরীরের কথা ভেবে আমার সঙ্গেই ছিলো। শনিবার তারও করোনা টেস্ট করা হয়েছে। ভয়ে ছিলাম ওরও পজিটিভ আসে কী না। অবাক করা ব্যাপার হলো ও করোনা নেগেটিভ। সবই আসলে আল্লাহর ইচ্ছা।’
ফারুক জানান, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। দোয়া চেয়েছেন সবার কাছে। সেইসঙ্গে করোনায় আক্রান্ত তার মেয়ে তুলসির জন্যও দোয়া চেয়েছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিনোদন