সুপ্রভাত ডেস্ক :
নতুন করে আরও ৪৭ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এ ছাড়াও, পাবজিসহ ২৫০ অ্যাপ নজরদারিতে রেখেছে ভারত সরকার। এগুলো যাচাই করে দেখা হবে জাতীয় নিরাপত্তা ভাঙছে কিনা।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
নতুন করে নিষিদ্ধ করা ৪৭ অ্যাপের তালিকা এখনও প্রকাশ করেনি ভারত সরকার। তবে, কিছু গেমিং অ্যাপও নিষিদ্ধ হতে পারে বলে ভারতের একাধিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
লাদাখে ভারত-চীন সংঘর্ষের পর চীনের ৫৯ অ্যাপ নিষিদ্ধ করার পরে চীনা পণ্য বর্জনের দাবি উঠেছিল সারা ভারতে। নিষিদ্ধ হওয়ার পরপরই গুগল প্লেস্টোর থেকে এসব অ্যাপ সরানো হয়।