নিজস্ব প্রতিবেদক »
আবারও শুরু হলো নগরবাসীর কর্মব্যস্ততা। টানা চারদিন পর আজ বুধবার (২৪ জুলাই) খুলেছে সরকারি বেসরকারি অফিস, আদালত, ব্যাংক ও বাণিজ্যপাড়া। সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত খোলা ছিল অফিস। পুঁজিবাজার দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য চালু ছিল।
টানা তিন কার্যদিবস বন্ধ থাকার পর খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। দিনে মাত্র চার ঘণ্টা ব্যাংক খোলা থাকবে বলে আজ বুধবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে শাখায় শাখায় দেখা গেছে গ্রাহকের উপচেপড়া ভিড়।
আজ টাকা জমার চেয়ে উত্তোলনই বেশি ছিল, এমনটা বলছেন ব্যাংক কর্মকর্তারা। ব্যাংকগুলোর শাখার প্রতিটি সেবা কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহকই এসেছেন টাকা উত্তোলন করতে। দু-একজন জমা দিতে এসেছেন।
গ্রাহকরা বলেন, গত কয়েকদিন ইন্টারনেট না থাকায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ কম থাকায় কাঙ্ক্ষিত সেবা মেলেনি। এ কারণে আজ ব্যাংকগুলোর শাখায় নগদ চেকের মাধ্যমে টাকা তুলতে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে।
পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আপাতত ব্রডব্যান্ড ইন্টারনেট সচল হয়েছে। এদিন রাত ৮টার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পেতে শুরু করেন ব্রডব্যান্ড গ্রাহকরা।
এদিকে পাঁচ দিন পর আজ সীমিত পরিসরে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। ফলে আজ সকাল থেকেই নগরীর গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা গেছে যানজট।
চট্টগ্রাম নগরী থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। বুধবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের নানা অঞ্চলে ছেড়ে গেছে যাত্রীবাহী পরিবহনগুলো। তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলক কম।
আজ ও আগামীকালের ২ দিনের কারফিউ বাড়িয়েছে সরকার। তবে এ দু’দিন চট্টগ্রামে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ।
এর আগে শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে দেশজুড়ে চলছে কারফিউ। শনিবার (২০ জুলাই) ২ ঘণ্টার জন্য শিথিল থাকলেও ধীরে ধীরে শিথিলতার সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২৩ জুলাই) কারফিউ শিথিল ছিল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।