সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
রবিবার আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ হচ্ছে আবু ধাবি ক্রিকেট স্টেডিয়ামে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পিচ কিউরেটর মোহন সিংয়ের মৃত্যুর খবরে তোলপাড় শুরু হয়েছে।
পিটিআই জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ শুরুর ঘণ্টা খানেক আগে মোহন সিং মারা যান। তবে তার মৃত্যুর বিস্তারিত কারণ জানা যায়নি।
সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও বিষয়টির সত্যতা স্বীকার করেছে। এক মুখপাত্র বলেছেন, ‘ঘটনাটি আজকেই ঘটেছে। আশা করছি শিগগির এর বিস্তারিত আপনাদের জানাতে পারবো। তবে বিষয়টি দুর্ভাগ্যজনক।’
মরুর বুকে স্থায়ী হওয়ার আগে মোহন ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেই কাজ করেছেন। বোর্ডের সাবেক প্রধান কিউরেটর দালজিত সিংয়ের অধীনে মোহালিতে কাজ করেছেন। এর পর ২০০০ সালের শুরুর দিকে আরব আমিরাতে চলে যান মোহন। তার মৃত্যুর খবর আঘাত হিসেবে এসেছে দালজিত সিংয়ের কাছে, ‘আমার কাছে ও যখন আসে, দেখে মনে হয়েছে সে খুব প্রতিভাবান। পাশাপাশি খুব পরিশ্রমীও ছিল। সে গারওয়ালের অধিবাসী।’