আফগানদের বিপক্ষে পুরান ঝড়ে বিশাল জয় ওয়েস্ট ইন্ডিজের

৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। ছবি: ক্রিকইনফো

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ জুন) সকালে আফগানিস্তানকে ১০৪ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২১৯ রানের লক্ষ্যে ২২ বল বাকি থাকতেই ১১৪ রানে গুটিয়ে যায় আফগানরা।

চার ম্যাচে চতুর্থ জয়ে অপরাজিত থেকেই সুপার এইট শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রি-সিডিং পদ্ধতির কারণে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও ‘সি২’ হিসেবে দুই নম্বর গ্রুপে সেরা আটে খেলবে তারা। নিউ জিল্যান্ডকে বিদায় করা আফগানিস্তান থাকছে এক নম্বর গ্রুপে।

আফগানদের উড়িয়ে দেওয়া ম্যাচে ক্যারিবিয়ানদের জয়ের নায়ক নিকোলাস পুরান। একগাদা রেকর্ড গড়ে ৬ চার ও ৮ ছক্কায় ৫৩ বলে ৯৮ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারে ক্রিজে যেতে হয় পুরানকে। চতুর্থ ওভারে তিনি শুরু করেন ঝড়। আজমতউল্লাহ ওমারজাইয়ের বলে তিন ছক্কার সঙ্গে মারেন দুটি চার। ৮ বলের ওই ওভারে অতিরিক্ত ১০সহ মোট ৩৬ রান দেন ওমারজাই।

টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। বিশ্বকাপে এর আগে এক ওভারে ৩৬ রান দেন শুধু স্টুয়ার্ট ব্রড। ২০০৭ সালে ইংলিশ পেসারের ওভারে ৬টি ছক্কা মারেন ভারতের যুবরাজ সিং।

পুরানের রেকর্ডময় ইনিংসের সঙ্গে জনসন চার্লস ২৭ বলে ৪৩, শেই হোপ ১৭ বলে ২৬ ও রভম্যান পাওয়েল ১৫ বলে ২৬ রান করলে ২১৮ রানে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে এটিই তাদের সর্বোচ্চ।

বড় রান তাড়ায় ব্যর্থ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে শতকছোঁয়া জুটি গড়া আফগানিস্তানের দুই ওপেনার। প্রথম ওভারে আকিল হোসেনের বলে উড়িয়ে মারতে গিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন রহমানউল্লাহ গুরবাজ।

এরপর ইব্রাহিম জাদরান চেষ্টা করেন রানের চাকা সচল রাখতে। আর উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৪৫ রান করে আফগানিস্তান। সপ্তম ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন গুলবাদিন নাইব। ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আফগানরা।

দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রান করেন ইব্রাহিম। ওমারজাইয়ের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৩ রান। শেষ দিকে রাশিদের ১১ বলে ১৮ রানে একশ পেরোয় আফগানিস্তান। ১৬ ওভার ২ বলে ১১৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

১৪ রানে ৩ উইকেট নেন ওবেড ম্যাককয়। দুই বাঁহাতি স্পিনার আকিল ও গুডাকেশ মোটি ধরেন ২টি করে শিকার।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২১৮/৫ (কিং ৭, চার্লস ৪৩, পুরান ৯৮, হোপ ২৫, পাওয়েল ২৬, রাসেল ৩*, রাদারফোর্ড ১*; ফারুকি ৩-০-৩৮-০, ওমারজাই ২-০-৪১-১, রাশিদ ৪-০-৪৫-০, নাভিন ৪-০-৪১-১, নুর ৪-০-২০-০, নাবি ১-০-১৫-০, গুলবাদিন ২-০-১৪-২)

আফগানিস্তান: ১৬.২ ওভারে ১১৪ (গুরবাজ ০, ইব্রাহিম ৩৮, গুলবাদিন ৭, ওমারজাই ২৩, নাজিবউল্লাহ ০, জানাত ১৪, রাশিদ ১৮, নুর ২, নাভিন ৪, ফারুকি ০*; আকিল ৪-১-২১-২, রাসেল ২.২-০-১৭-১, জোসেফ ৩-০-৩০-১, মোটি ৪-০-২৮-২, ম্যাককয় ৩-০-১৪-৩)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০৪ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: নিকোলাস পুরান