সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে একা লড়াই করলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। কিন্তু তার সেঞ্চুরি সত্ত্বেও ফলো অন বাঁচাতে পারল না পাকিস্তান। ইংল্যান্ড প্রথম ইনিংসে আট উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে তৃতীয় দিনে ২৭৩ রানেই পাকিস্তানের প্রথম ইনিংস শেষ। অধিনায়ক আজহার অপরাজিত থাকেন ১৪১ রানে। জিমি অ্যান্ডারসন নিয়েছেন পাঁচ উইকেট। ইংল্যান্ড অধিনায়ক জো রুট ফলো অন করানোর সিদ্ধান্ত নেন।
প্রথম দু’দিন পাকিস্তানের বোলিংয়ের হাল দেখে প্রচ- চটেছেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, আমি অনেক আগ্রাসী ফাস্ট বোলার দেখেছি জীবনে। তাদের উইকেট নেওয়ার ইচ্ছা থাকত। পাকিস্তানের এই বোলারদের দেখে আমার একটাই প্রশ্ন, এদের কে কী শেখাচ্ছে? খবর : আনন্দবাজার’র।
খেলা
				

















































