আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সময় আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিকুর রহিম। প্রথম চারদিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসের আগে নেট সেশনে ব্যথা পান তিনি। তবে ব্যথা গুরুতর না হওয়ায় দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করছেন মিস্টার ডিপেন্ডেবল। আশা করছেন প্রথম টেস্টে খেলতে পারবেন।
সংবাদমাধ্যমে আঙুলে ব্যাথা পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন মুশফিক, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’
গতকাল শনিবার দুপুরে মুশফিক কথা বলেন। তিনি এখন যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। টেস্টের প্রস্তুতির জন্য মুশফিকরা ‘এ’ দলের হয়ে খেলেন। এর আগে মাহমুদুল হাসান জয় ছিটকে যান ইনজুরিতে পড়ে।
কুঁচকির চোটে পড়েন তিনি। জয়ের সেরে উঠতে তিন সপ্তাহের বেশি লাগবে। খবর রাইজিংবিডি.কম’র