নিজস্ব প্রতিবেদক »
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ‘পুরনো গাড়ি নয়, দেশে তৈরি নতুন গাড়ি আমরা ব্যবহার করবো।’ সে নির্দেশনা বাস্তবায়ন করছে পিএইচপি ফ্যামিলির পিএইচপি মোটরস।
গতকাল রোববার দুপুরে নগরের আগ্রাবাদে ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ শিরোনামে ৬ দিনব্যাপী পিএইচপি মোটর ফেস্ট-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘পিএইচপি ফ্যামিলির মতো ব্যবসায়ীদের হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তারা দেশে গাড়ি তৈরি করে দেশের নাম উজ্জ¦লের পাশাপাশি অর্থনীতিতে অবদান রাখছে। আমাদের গৌরবময় স্বাধীনতার ইতিহাস থাকার পরও এ দেশের মানুষ পুরোনো গাড়ি ব্যবহার করা লজ্জার। জাপান থেকে পুুরানো গাড়ি আমদানি করে আমরা ব্যবহার করি।’
পিএইচপি মোটরস ব্যবসায়ীদের ‘রোল মডেল’ উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আজ বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সমৃদ্ধি দেখে অবাক হচ্ছে, বাহবা দিচ্ছে। পিএইচপি’র মত ব্যবসায়ীদের কারণে তা আরো বেশি অগ্রগতির দিকে যাচ্ছে। আশা করি, পিএইচপি আগের মত আগামীতেও দেশের উন্নয়নে ভূমিকা রেখে বিশ্বে ব্যবসায়ীদের রোল মডেল হিসেবে পরিচিতি পাবে।’
গাড়ির গুণগতমান ও সুবিধা জানিয়ে পিএইচপি অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘দেশের মানুষ পুরাতন গাড়ি বাদ দিয়ে রিজনেবল প্রাইজে আমাদের থেকে ব্র্যান্ডনিউ গাড়ি কিনুক। দেশের মানুষকে নতুন গাড়ি ব্যবহারের সুযোগ করে দিতেই আমরা পিএইচপি মোটর প্রতিষ্ঠা করেছি। প্রতিটি গাড়িতে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পার্টস ব্যবহার করা হয়েছে। ৫ বছরের ওয়ারেন্টিসহ নানা সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আমাদের গাড়িতে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, প্রতিষ্ঠানের হেড অব সেলস ম্যানেজার আরিফ উল্লাহ, পিএইচপি স্টক অ্যান্ড সিকিউরিটিজের ম্যানেজার মোহাম্মদ ইমতিয়াজসহ পিএইচপি ফ্যামিলির সদস্যবৃন্দ। উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এ মোটর ফেস্ট চলবে।