সুপ্রভাত ডেস্ক »
বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাত আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ৬ ঘণ্টা ধরে কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। ভবনটিতে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ বিভাগের অফিস।
জানা যায়, সচিবালয়ের ৭ নম্বর ভবনে রয়েছে- পানি সম্পদ মন্ত্রণালয়; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়।
এছভাড়া অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কার্যক্রম চলে ওই ভবনে।