নিজস্ব প্রতিবেদক »
নগরীর বান্ডেল রোড সেবক কলোনিতে অগ্নিকা-ে নিহত তিন কন্যার পরিবারকে সমবেদনা জানাতে গতকাল শনিবার তাদের বাসায় যান সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তিনি সন্তানহারা মিঠুন দাশ-আরতি দাশ দম্পতিকে গভীর সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের যে ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হওয়ার নয়। সন্তান হারানোর বেদনা সহ্য করা কোন পিতা মাতার পক্ষে সম্ভব না। মহান সৃষ্টিকর্তার কর্তার কাছে আপনাদের সন্তানের আত্মার শান্তি কামনা করছি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী সেবকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাংলাদেশ হরিজন পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি বিষ্ণু দাশ, ঝান্না দাস, দিলীপ দাস, কৃষ্ণ দাস প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুন সকালে মা-বাবা কর্মস্থলে চলে যান। চার বোন ছিল বাসায়। হঠাৎ বাসায় আগুন ধরে যায়।
সবার ছোট আড়াই বছর বয়সী বোনটির যাতে কোনো ক্ষতি না হয়, তার শরীরের ওপর ‘মানবঢাল’ তৈরি করেন বড় তিন বোন। আগুনে দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিন সপ্তাহের মধ্যে একে একে তিন বোনই মারা যায়।
অগ্নিকা-ের পরে তাৎক্ষণিক দগ্ধদের চিকিৎসায় ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী।


















































