সুপ্রভাত ক্রাড়ী ডেস্ক »
আগামী বছরের মার্চে বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলার কথা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার গ্রীষ্মকালীন ব্যস্ত সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এই সময়ে ভারত ও নেদারল্যান্ডসকেও আতিথ্য দেবে প্রোটিয়ারা। প্রোটিয়াদের গ্রীষ্মকালীন মৌসুম শুরু হবে নেদারল্যান্ডসকে দিয়ে। ওয়ানডে সুপার লিগের আওতায় এই সিরিজটি শুরু হবে এই বছরের ২৬ নভেম্বর, চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে। এর পরই ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি ভারতকে আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটির ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডের পাশাপাশি চার টি-টোয়েন্টি খেলবে ভারত।
অবশ্য সর্বশেষ গত বছরের মার্চেও দুটি দেশ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল। কিন্তু প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর করোনার সংক্রমণে বাকি সিরিজ বাতিল করতে হয়েছিল। এর পর গত বছরের আগস্টেও ভারত নতুন করে তিনটি টি-টোয়েন্টির জন্য প্রোটিয়াদের সঙ্গে খেলতে চেয়েছিল। পরে সেটি পিছিয়ে দেওয়া হয় এই বছরের সেপ্টেম্বর-অক্টোবর। কিন্তু করোনার নতুন ঢেউ ও আইপিএলের সূচি থাকায় সেই পরিকল্পনাও ভেস্তে যায়। নেদারল্যান্ডস-ভারতকে আতিথ্য দেওয়ার পর প্রোটিয়ারা উড়ে যাবে নিউজিল্যান্ড। সেখানে কিউইদের সঙ্গে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। এরপর বাংলাদেশকে আতিথ্য দিয়েই মৌসুম শেষ করবে তারা। এই সিরিজটির উইন্ডো ধরা হয়েছে আগামী বছরের ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল।