সুপ্রভাত ডেস্ক »
আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
একটি সংবাদমাধ্যম সূত্রে থেকে জানা গেছে, আগামীকাল দুপুরের মধ্যে দেশে ফিরছেন তিনি। দেশে ফিরেই তিনিসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হচ্ছে তাকে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ড. ইউনূস। আগামীকাল দেশে ফিরে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।