চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, আগস্ট আমাদের জন্য ক্রন্দনের মাস। স্বাধীনতা যুদ্ধে পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে একটি স্বাধীন দেশকে অংকুরেই বিনষ্ট করে দেবার হীন ষড়যন্ত্রের অংশ হিসাবে ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদ্্যাপন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ পুরো আগস্ট জুড়ে কর্মসূচি গৃহীত হয়।
সূচনা পর্বে ১ আগস্ট আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরের কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভা মেয়র মোহাম্মদ জোবায়ের প্রমুখ।
সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শোকাবহ আগস্ট উপলক্ষে শেখ কামালের জন্মদিন পালন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন, ১১ আগস্ট শহীদ মৌলভী সৈয়দের স্মরণসভা, ১৪ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কী উপলক্ষে আলোচনা সভা, ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে শহীদদের স্মরণে খতমে কোরআন, দোয়া মাহফিল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ২১ আগস্ট জোট সরকার কর্তৃক গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা।
মহানগর স্বেচ্ছাসেবক লীগ
শোকাবহ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের স্মরণে আগস্ট’র প্রথম প্রহরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২১’র উদ্যোগে আলোর মিছিল ১ আগস্ট ১২.০১ মিনিটে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। আলোর মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি ২০২১’র আপ্যায়ন উপ-পরিষদের আহ্বায়ক হেলাল উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বন্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ।
এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক সুজিত দাশ, আব্দুর রশিদ লোকমান, ওসমান গণি মানিক, আব্দুল আজিজ, হায়দার আলী, মঞ্জুর আলম, লুৎফুর রহমান কিরণ, সুমন কান্তি নাথ, মাহমুদুল হক আবু, মহিউদ্দীন আলী নুর, আসিবুল আলম, সাইফুল ইসলাম মামুন, ওমর ফারুক, মো. আরমান, ডা. উৎপল, সুজয়মান বড়–য়া জিতু, শেখ ফরিদ, মফিজুর রহমান দুলাল, মাসুদ খান, গোলাম হোসেন সুমন, গৌতম হাজারী, আইয়ুব চৌধুরী, ইকবাল বাহার চৌধুরী, মোহাম্মদ ফয়সাল উদ্দিন, মো. নাজিম, সোহেল খান ফানা, মো. নয়ন, মো. শাহেদ নেওয়াজ, হায়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, জুয়েল দত্ত প্রমুখ। শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিজ্ঞপ্তি
আগস্ট মাস ক্রন্দনের মাস
শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু