সুপ্রভাত ডেস্ক »
আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলছে। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর থেকেই মিন্টু রোডে ফোয়ারার সামনে অস্থায়ী মঞ্চের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।
সমাবেশে জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন, অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যসহ সাধারণ মানুষ যোগ দিয়েছেন। এরইমধ্যে এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীরা মঞ্চে উঠেছেন।
সমাবেশে উপস্থিত নেতারা বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ এই সমাবেশ চলবে।
এর আগে, এনসিপির ডাকে সাড়া দিয়ে বিভিন্ন স্থান থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয় নেতাকর্মীরা। এরপর জুমার নামাজ শেষে সমাবেশস্থল ও যমুনার সামনে অবস্থান নেন তার।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাত থেকেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে আসছে এনসিপিসহ সাধারণ মানুষ। তাদের সাথে বিভিন্ন দল ও সংগঠন যোগ দেয়।