সুপ্রভাত ডেস্ক »
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির ব্যানারে তারা এ মানববন্ধন করেন।
শহীদ পরিবারের সদস্যরা বলেন, আট মাস অতিবাহিত হলেও জুলাই গণহত্যার এখনও বিচার হচ্ছে না। আমরা সুষ্ঠু বিচার চাই। বিচারের নামে রঙ্গমঞ্চ ও তামাশা করা হচ্ছে।
কোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখা যাবে না উল্লেখ করে তারা বলেন, কোনো দল বা গোষ্ঠী যদি আঁতাত করার মাধ্যমে ওই দলকে ফেরাতে চায়, তবে তারা দেশের শত্রু।
জুলাই শহীদদের বিচারের আগে দেশে নির্বাচন হবে না জানিয়ে শহীদ পরিবারের সদস্যরা হুঁশিয়ারি দেন– আগে বিচার, তারপর সংস্কার, এরপর নির্বাচন হতে হবে।