আওয়ামী লীগের লোকেরা কৌশলে বিএনপিতে পদ নেয়ার চেষ্টা করছে- রিজভী

সুপ্রভাত ডেস্ক »

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন (এর সদস্যরা) কৌশলে বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনে পদ বাগিয়ে নেয়ার চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, “বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীর অবগতির জন্য আবারও জানানো যাচ্ছে যে, বিএনপি’র ওয়ার্ড থেকে জাতীয় পর্যায় এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না।”

তবে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে জানানো হয় বিবৃতিতে।

এতে লেখা হয়েছে, “ইতোমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগের কতিপয় নেতাকে পদ দিয়ে একটি কমিটি ঘোষণা করেছে- যা সম্পূর্ণরুপে প্রতারণামূলক। এভাবে ‘স্বৈরাচারের দোসর’রা এ ধরনের অপতৎপরতায় লিপ্ত রয়েছে।”