আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যা যা ঘটল

সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ রাজধানীতে ৫০ জনকে গ্রেফতার করে পুলিশ। ছবি: সংগৃহীত

সুপ্রভাত ডেস্ক »

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ বিক্ষোভ মিছিলের ডাক দেয় আওয়ামী লীগ।

শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার করা হয়। তাতে লেখা ছিল: ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’।

এর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লেখেন, ‘বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী দল। বাংলাদেশে প্রতিবাদ করার মতো দলটির কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা, সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ হুঁশিয়ারি উচ্চারণ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, গণহত্যাকারী/নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহতে রোববার একই স্থানে গণজমায়েত ও ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে বিএনপি, গণ-অধিকার পরিষদসহ সমমনা দল ও সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাত থেকেই নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় দুজনকে ছাত্রলীগের কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলে দলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। তবে কর্মসূচি ঘোষণা করলেও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে কার্যালয় বা আশপাশের এলাকায় চোখে পড়েনি। তবে সন্দেহজনক কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা নিজেদের শাহবাগ থানা যুবদল ও পল্টন থানা যুবদল বলে পরিচয় দিয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ সমাবেশ প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শোডাউন করে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে একটি মিছিল নিয়ে টিএসসিতে গিয়ে অবস্থান নেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েতে সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন জিরো পয়েন্ট। সেখানে বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতির অধিকার নেই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আমরা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব।’

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘আমরা গত ১৬ বছর ভুলে গিয়ে ৩ মাসের পেছনে লেগেছি।’

শহীদ নূর হোসেনের প্রতি পরিবারের শ্রদ্ধা

নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন তার পরিবারের সদস্যরা। এ সময় নূর হোসেনের ভাই দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন ও বোন শাহানারা আক্তার উপস্থিত ছিলেন।

নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নূর হোসেনের পরিবারের সদস্য।

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ও বিজিবির টহল দেখা গেছে। কার্যালয়ের সামনে থেকে কয়েকজনকে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আওয়ামী লীগের মিছিল

বিকেল ৩টায় জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ডাক দিলেও সারা দিন জিরো পয়েন্টের আশপাশে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। তবে বিকেল ৪টার দিকে মতিঝিল বিআরটিসি বাস ডিপোর পাশ থেকে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ ও বাড্ডা থানা আওয়ামী লীগের ব্যানারে কিছু নেতাকর্মী বিক্ষোভ শুরু করেন। তবে ঝটিকা মিছিল করে কিছুক্ষণের মধ্যেই ব্যানার গুটিয়ে নিয়ে তারা সটকে পড়েন।

ট্রাম্পের ছবিসহ গ্রেফতার ৫০

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক নষ্টের অপচেষ্টার পরিকল্পনায় অংশ নেয়ার অভিযোগে রাজধানীতে ৫০ জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এ সময় সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার জব্দ করা হয় বলেও জানায় পুলিশ।