সুপ্রভাত ডেস্ক »
আওয়ামী লীগ ভবিষ্যতে যেন মিছিল আর না করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীরর আলম বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর আগে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


















































