সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
টি-২০ বিশ্বকাপ বাতিলের পর আর তেমন কোনও বাধা নেই। এবার আইপিএলের ত্রয়োদশ সংস্করণের শুরু হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু মহামারীর আবহে কীভাবে টুর্নামেন্ট আয়োজন সম্ভব? কোন দেশে হবে খেলা? ফরম্যাটই বা কী হবে? মেগা টুর্নামেন্ট ঘিরে সমর্থকদের মধ্যে এখনও হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে। আইসিসি টি-২০ বিশ্বকাপ বাতিল করার ২৪ ঘণ্টার মধ্যে সেসব প্রশ্নের উত্তর দিলেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএল চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, করোনা আবহেও টুর্নামেন্টে কোনও কাটছাঁট করা হবে না। এবছরও পূর্ণাঙ্গ টুর্নামেন্টের আয়োজন করা হবে। অর্থাৎ প্রতিবছরের মতো প্রতিটি দলের বিরুদ্ধে হোম, অ্যাওয়ে দুই লেগে খেলবে প্রতিটি দল। মোট ৬০টি ম্যাচ খেলা হবে এই মেগা টুর্নামেন্টে। জল্পনার অবসান ঘটিয়ে ব্রিজেশ প্যাটেল আরও জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কা নয়, সংযুক্ত আরব আমিরশাহীতেই হবে টুর্নামেন্ট। আগেই জানা গিয়েছিল, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরুর পরিকল্পনা করেছে বোর্ড। যা চলার কথা আগামী ৮ নভেম্বর পর্যন্ত। এদিন সেই জল্পনাতেও শিলমোহর দেন আইপিএল চেয়ারম্যান। জানিয়ে দেন, সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা করা হচ্ছে। তবে চূড়ান্ত দিনক্ষণ এখনও ঠিক করেনি বোর্ড।
খবর : সংবাদপ্রতিদিন’র।