সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ক্রিকেটে অস্ট্রেলিয়ার টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে পিছিয়ে আসায় ভাগ্য খুলতে চলেছে আইপিএলের। যদিও ২০২০ টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে আগামী সপ্তাহে আইসিসি-র মিটিংয়ে। টি-২০ বিশ্বকাপ নিয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একপ্রকার জানিয়েই দিয়েছে, বিশ্বকাপ আয়োজন করা কার্যত সম্ভব নয়। এর মধ্যেই আইপিএল আয়োজনের তোড়জোড় শুরু করে দিল বিসিসিআই। এর মধ্যেই একাধিক প্রথমশ্রেণীর প্রচারমাধ্যমের দাবি, সেপ্টেম্বরের ২৬ থেকে ৮ নভেম্বর আইপিএল আয়োজন করতে চলেছে বিসিসিআই।
‘মুম্বই মিরর’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইপিএল শুরু হতে পারে ২৬ সেপ্টেম্বর। চলবে ৮ নভেম্বর পর্যন্ত। যদিও সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এমনকি ভেন্যুও সরকারিভাবে নির্ধারিত হয়নি। তবে চেন্নাই ও বেঙ্গালুরুকে ভেন্যু হিসেবে দেখা যেতে পারে। কারণ সেপ্টেম্বরে যদি আইপিএল-এর বল গড়ায়, তা হলে দক্ষিণ ভারতে বেশির ভাগ ম্যাচ হতে পারে। কারণ ওই সময়ে দক্ষিণ ভারতে বর্ষার দাপট থাকবে না।
এর আগে একাধিকবার বোর্ডের তরফে ইঙ্গিত দেওয়া হয়, প্রয়োজনে বিদেশেও আইপিএল আয়োজন করা হতে পারে। তবে এখন জানা গিয়েছে, বিদেশে নয়, দেশেই বসবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের আসর। টুর্নামেন্টের প্রথম পর্যায়ে দক্ষিণে খেলা হলেও, পরিস্থিতি উন্নতি হলে মুম্বইয়ে আইপিএলের দ্বিতীয়ভাগ খেলানো হবে। মুম্বই মিরর-এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে এখনও বোর্ডের তরফে ফ্র্যাঞ্চাইজিদের এই বিষয়ে কিছু জানানো হয়নি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা পিছিয়ে গিয়েছে। চলতি বছরে আইপিএল না-হলে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে বিসিসিআই-এর। আইপিএলের আয়োজন করতে মরিয়া সৌরভের বোর্ড। বিসিসিআই রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল আয়োজন করার পরিকল্পনা করছে। সমস্ত রাজ্য সংস্থাগুলোকে চিঠিও দেওয়া হয়েছে।
খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।
খেলা