সুপ্রভাত ডেস্ক »
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার বাঘাইহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সেনাবাহিনী ও ইউপিডিএফ’র মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা পিছু হটলে একে ৪৭ রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযান এখনও চলমান আছে, তাই বিস্তারিত জানানো যাচ্ছে না।