আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ইংরেজি বিভাগ পরিচালিত গঅ ঊখখ, ঊখঞ ও প্রিলিমিনারি প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয় ২৩ মে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়স্থ এক অভিজাত রেস্তোরাঁয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
আইআইউসি ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু রিসার্স সেন্টারের পরিচালক মোহাম্মদ ছরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাছরুরুল মওলা, ট্রেজারার এবং কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির।
বক্তব্য রাখেন ইন্সটিটিউট অব মডার্ণ ল্যাংগুয়েজ এর পরিচালক মোহাম্মদ ইফতেখার উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার। স্বাগত বক্তব্য রাখেন এসিসট্যান্ট প্রফেসর ও কো-অর্ডিনেটর ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন ড. মোহাম্মদ আজিজুল হক। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন, শহিদুল করিম, কামরুন্নাহার রুমা, রুহি বিনতে শফিক।
প্রধান অতিথির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেন অভিভাবকদের আইআইইউসি’র পরিবেশ ও শিক্ষার মানের প্রতি রয়েছে অগাধ আস্থা ও বিশ্বাস। বিশেষত ছাত্রীদের অভিভাবকরা তাদের সন্তানদের জন্য আইআইইউসি’কে অধিকতর নিরাপদ মনে করে। আইআইইউসি’র ইংরেজি বিভাগে বিপুল ছাত্রী ভর্তি তারই প্রমাণ বহন করে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আমাদের সন্তান এবং দেশের আগামী প্রজন্ম। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। এদেশ তোমাদেরই। তোমাদেরকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। তার আগে তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে দেশের যোগ্য নাগরিক হিসেবে। এতে করে একদিকে যেমন তোমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে, তেমনি দেশও এগিয়ে যাবে দুর্বার গতিতে। ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আরও বলেন, বর্তমান যুগ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এখানে ইংরেজি ভাষাজ্ঞান প্রয়োগ করেই আমাদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হয়। তিনি বলেন, বিদেশ গমন, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, উচ্চশিক্ষা প্রতিটি সেক্টরে রয়েছে ইংরেজির গুরুত্ব।
অনুষ্ঠানে আইআইইউসি’র ইংরেজি বিভাগের বিভিন্ন শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি