পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ড গঠনের জন্য তালিকাভুক্ত সব কোম্পানিকে শেয়ারহোল্ডারদের অ-দাবিকৃত ও অবন্টিত লভ্যাংশের টাকা ওই ফান্ডে স্থানান্তরের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সাবস্ক্রিপশনের অ-দাবিকৃত ও অবন্টিত চাঁদার অর্থও স্থিতিশীলতা ফান্ডে জমা দিতে হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ৬ জুলাই এমন নির্দেশনা জারি করেছে।
এ অবস্থায় পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার শেয়ারহোল্ডারদেরকে ২০১৯ সালের আগের অ-দাবিকৃত বা অবন্টিত কোনো লভ্যাংশ থেকে থাকলে তা ২৮ আগস্টের মধ্যে কোম্পানির শেয়ার বিভাগে যোগাযোগ করে তা সংগ্রহ করার আহ্বান জানিয়েছে। একইভাবে কোম্পানিটির আইপিওর আবেদনকারীদের মধ্যে কারো রিফান্ড বাকি থাকলে তা-ও সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও তালিকা পিপলস ইন্স্যুরেন্সের ওয়েবসাইটে (www.peoplesinsurancebd.com) এ পাওয়া যাবে। বিজ্ঞপ্তি