সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
মিরপুরের উইকেটে সাধারণত স্পিনাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। কিছুটা স্লো উইকেট হওয়ায় হোম অব ক্রিকেটে রানও ওঠে কম। তবে বাংলাদেশ দল সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছে। আজ (রবিবার) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন উইকেটে খেলতে চান, এমন প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ বলেছেন, ‘আমরা ভালো উইকেটে খেলতে চাই, এতে কোনও সন্দেহ নেই। অবশ্যই এখানকার কন্ডিশন বাইরের কন্ডিশন থেকে আমাদের জন্য বেশি উপযোগী। আমাদের অবশ্যই ভালো উইকেটে টি-টোয়েন্টি খেলতে হবে। কেননা সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে। সেখানে আমরা ঘরের উইকেট পাবো না। ফলে আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে হবে। আশা করি, ভালো উইকেটই আমরা পাচ্ছি।’
ডমিঙ্গো আরও বলেছেন, ‘আমি ভাগ্যবান যে আমাদের দলে মানসম্পন্ন বেশ কয়েকজন স্পিনার রয়েছে। তবে আমরা অবশ্যই ভালো উইকেট চাই। আমাদের বিশ্বকাপ খেলতে হবে। যদিও ভালো খেলার জন্য উইকেট মেজর ইস্যু বানাতে চাই না।’
মিরপুরের উইকেট যেমনই হোক না কেন, অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন বিশ্বমানের পেসার ও স্পিনাররা। সেই হিসেবে বাংলাদেশের ব্যাটসম্যানরা হয়তো কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে যাচ্ছেন!



















































