সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে জমে উঠেছে নোভাক জোকোভিচ ও টেলর ফ্রিজের লড়াই। এমন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ না দেখেই গ্যালারির আসন ছাড়তে হলো দর্শকদের। নতুন করে লকডাউনের কারণে আগামী পাঁচ দিন দর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ। তাই খেলা থামিয়ে দর্শকদের স্টেডিয়াম ছেড়ে দিতে অনুরোধ করে তারা।
নিয়ম মেনে বাড়িতে চলে যান কিছু পাড় টেনিস সমর্থক। গুটি কয়েক জন আবার নিজের আসনেই বসে থাকেন, শেষ পর্যন্ত তাদেরও চলে যেতে হয় আক্ষেপ নিয়ে।
বিরতির পর ফাঁকা গ্যালারিতে আসরের চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন জোকোভিচ। পাঁচ সেটের খেলায় ফ্রিজকে ৭-৬ (৭-১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২ গেমে হারান প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়ন। জোকোভিচের মতোই তৃতীয় রাউন্ড জিততে ঘাম ঝরেছে অন্যতম ফেভারিট ডমিনিক টিমেরও। অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের কাছে প্রথম দুই সেট ৬-৪ গেমে হারের পর ৬-৩, ৬-৪,৬-৪ গেমে পরের তিনটি সেট জিতে নেন এই অস্ট্রিয়ান তারকা।
এদিকে নারী এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন নাওমি ওসাকা, সিমোনা হালেপ, সেরেনা উইলিয়ামস। পরবর্তী ম্যাচের গত ইউএস ওপেনের মতো শূন্য গ্যালারিতেই মাঠে নামবেন তারা। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা