নগরীর মোহাম্মদপুর এলাকায় আর্থিকভাবে অসচ্ছল শিশুদের বস্ত্র বিতরণ করেছে ইন্টরেক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকা।
এ কার্যক্রমের আওতায় ৮০ জন শিশুকে নতুন পোশাক বিতরণ করা হয়। ইন্টরেক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকার সদস্যরা এ বস্ত্র বিতরণ করেন। রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার সহযোগিতায় অসহায় শিশুদের মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইন্টরেক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি ঈশরাক জামান, রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি রাশেদুল আমিন, সাবেক সভাপতি মনিরুজ্জামান, রোটারীয়িান শরীফত সলিম রেজা, ইন্টরেক্টর আশনা সালা বিলতুবা, ঈশমাম জামান, ঈশমিতা, ওনাফিসা প্রমুখ।
রোটারি ক্লাব অফ চিটগাং সাগরিকা ও ইন্টরেক্ট ক্লাব অব চিটাগাং সাগরিকা যৌথভাবে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেবেন বলে জানান সভাপতি রাশেদুল আমিন। বিজ্ঞপ্তি
মহানগর


















































