সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
সংক্ষিপ্ত স্কোর: প্রথম ইনিংসে ভারত ৮০ ওভারে ৩৩৯/৬ (অশ্বিন ১০২*, জাদেজা ৮৬*; রোহিত ৬, গিল ০, কোহলি ৬, পান্ত ৩৯, জয়সওয়াল ৫৬, রাহুল ১৬)
দিনের শুরুতে পেসার হাসান মাহমুদ এলোমেলো করে দিলেন ভারতের টপ অর্ডারকে। তার নেতৃত্বে দ্বিতীয় সেশনের মাঝামাঝি পর্যন্ত চলল বাংলাদেশের বোলারদের দাপট। সেই ঝলক দিনশেষে ম্লান হয়ে গেল রবীন্দ্র জাদেজার ফিফটি ও রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরির সমন্বয়ে বিশাল জুটিতে। ফলে কোণঠাসা অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে বড় পুঁজির পথে রয়েছে স্বাগতিকরা।

নিজ জন্মশহরে সেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন, আর আইপিএল খেলার সুবাদে মাঠ নখদর্পণে রবীন্দ্র জাদেজার। চেন্নাইয়ের দুই খেলোয়াড় দারুণ একটা দিন কাটালেন। সকাল ও দুপুরের সেশনে ভারতের স্কোরবোর্ডে এসেছে সমান ৮৮ রান করে, উইকেটও পড়েছে তিনটি করে। কিন্তু শেষ সেশনে কোনও উইকেট না হারিয়ে এলো ১৬৩ রান! সপ্তম উইকেটের জুটিতে স্বাগতিকরা শুধু বিপদই কা্টিয়ে উঠলো না, নিয়েছে ম্যাচের নিয়ন্ত্রণও। ১০২ রানে অশ্বিন ও ৮৬ রানে জাদেজা অপরাজিত আছেন।
চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান করেছে ভারত।
হাসান মাহমুদের বোলিং তোপে ভারত ৩৪ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। ঋষভ পান্ত ও যশস্বী জয়সওয়াল ওই ধাক্কা সামলে নেন ৬২ রানের জুটিতে। হাফ সেঞ্চুরি করা জয়সওয়াল পরে লোকেশ রাহুলকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন। দুই ব্যাটার ফিরে গেছেন পরপর দুই ওভারে। ১৪৪ রানে ছয় উইকেট হারানোর পর অশ্বিন ও জাদেজা জুটি গড়েন। দিন শেষে ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি তাদের।
বাংলাদেশের পক্ষে হাসান চার উইকেট নেন। নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ পান একটি করে উইকেট। ৮ ওভার বোলিং করে সাকিবের ইকোনমি রেট সর্বোচ্চ ৬.২৫, ৫০ রান দেন তিনি।
বাংলাদেশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, আকাশ দীপ ও মোহাম্মদ সিরাজ।


















































