মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মফিজুর রহমান
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে মফিজুর রহমান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্যজীবী ভাইদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাছ চাষের মাধ্যমে দেশের যুব সমাজের যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে তেমনি বৃহত্তর জনগোষ্ঠীর আমিষের চাহিদাও পূরণ হচ্ছে।
তিনি আরো বলেন, দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। কিছু কুচক্রী মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আগামী দিনে সকল বাধা বিপত্তি মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মৎস্যজীবী লীগকে আরো সুসংগঠিত হতে হবে।
দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সৈয়দ আহমদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক সুরেশ দাশের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর চৌধুরী ও মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ গাফফার কুতুবী।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. হাসান, অধ্যাপক শিপুল কুমার দে, দক্ষিণ জেলা সদস্য সঞ্জয় সরকার, পটিয়া উপজেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুপক শীল, লোহাগাড়া মৎস্যজীবী লীগ নেতা বশির আহমদ, দীপেন বিশ্বাস, বোয়ালখালী মৎস্যজীবী লীগ নেতা অমিত লালা, সমর চৌধুরী, চন্দনাইশ মৎস্যজীবী লীগ নেতা মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, বাঁশখালী মৎস্যজীবী লীগ নেতা মহিম চৌধুরী, আনোয়ারা মৎস্যজীবী লীগ নেতা কৃষ্ণ দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলেচনা সভা শেষে কেক কেটে ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বিজ্ঞপ্তি