১. আমিই তোমাকে রমণী বলেছি
আবুল হাসান নয়,
আসন্ন বসন্তের গোপন আভা
ফুটিয়ে তুলবো বোদলেয়ারের ঠোঁট।
আমি খুঁজে নেবো তোমার বুকে লুকানো তিল,
আরো গভীরে
sometimes I feel like as motherless child,
এক বেয়াড়া শূন্যতা আমাকে ঠেলে দেয়
তোমার উষ্ণ, অন্ধকার, ধুকধুক করা অভয়ারণ্যে।
আর তারপর
তোমার শরীরের পুজার আগুনে
আমি হয়ে উঠি এক উন্মত্ত মাতাল
আমিই তো একবিংশের ইডিপাস,
জোকাস্টার বিভীষণ ক্রন্দন শোনো প্রিয় স্বদেশ।
২. যুগল পায়রাকে আমি রঙিন ফিতে পরিয়েছি
মানো, না মানো, আমি জড়িয়ে রয়েছি নিখিল সময়।
শীতের তরুণ সন্ধ্যায় উষ্ণতা খুঁজে পাই,
পাঁচ শরীরে জেগে ওঠে গহন নদী।
মধুরতম, বেলা-অবেলায় এলে তুমি,
মোহনায় মিলিত হবে আমাদের আবেগের গলিত স্রোতস্বিনী।
৩. সবাই তো পারে না বাজাতে
নিপুণ ভায়োলিন।
আমি জানি!
আমি জানি,
আমিই তো সেই মদো মায়াকোভস্কি,
যার আঙুলে থরথর করে ওঠে
রাগের গোধূলি,
দেহের কম্পন,
অন্তরের অগ্নি।
৪. যদিও তুমি বরফ,
আমি খুঁজে নেবো জরুরি রেস্কিউ পথ,
কারণ আমি তো এক নিখুঁত এস্কিমো।



















































