নিজস্ব প্রতিবেদক »
জুলাইয়ের কোটা আন্দোলনকে ঘিরে সরকার পতনের পর নগরীর বিভিন্ন থানায় হামলা, অগ্নি সংযোগ, থানা থেকে অস্ত্রলুটসহ পুলিশের ওপর হিংসামূলক আচরণের ঘটনা বেড়ে যায়। ফলে এতদিন সীমিত পরিসরে জনসেবা দিয়ে আসলেও দীর্ঘ দুইমাস পর পূর্ণ পরিসরে কাজ শুরু করেছে সিএমপি। এতে অভিযানে সাফল্যসহ জনমনে স্বস্তি ফিরেছেন বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীর এ সংস্থা।
গতকাল বিকেলে নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ এসব তথ্য জানান।
এসময় তিনি বলেন, গত ১৫ দিনে নগরীর ১৬ থানায় ১৫২টি মামলা দায়েরসহ ৪৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১১ টি মামলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে দুইটি পিস্তল ও পাঁচটি দেশীয় তৈরি অস্ত্রসহ মোট ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাছাড়া ১৬ থানায় মোট ৯৪৮টি অস্ত্র লুট করা হয়। যার মধ্যে এখন পর্যন্ত ৭৮২টি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বাকিগুলো উদ্ধারের কার্যক্রম চলমান রয়েছে।’
সিএমপির ১৬ থানায় পূর্ণরূপে টহল বাড়ানো হয়েছে দাবি করে তিনি বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে বাড়তি সেবা দিতে মোটর সাইকেলে করে পেট্রোল ডিউটি বাড়ানো হয়েছে। এ ডিউটিতে প্রতিটি থানায় তিন থেকে চারটি পেট্রোল টিম নিয়মিত কাজ করছে। দুইটি মোটরসাইকেল ৪ জন অফিসার থাকবেন। এই পেট্রোলিংয়ের মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অলিগলিতে আমরা পৌঁছে যাচ্ছি। কারণ গাড়ির মাধ্যমে সকল জায়গায় যাওয়া সম্ভব নয় তাই আমরা মোটর সাইকেল পেট্রোলিং সার্ভিসের ব্যবস্থা করেছি। ইতিপূর্বে যেসব কমিউনিটি পুলিশিং ব্যবস্থা ছিল, তা ভেঙে আমরা নতুন করে কার্যক্রম সাজাচ্ছি।
জনসাধারনের জন্য সাপ্তাহিক পুলিশি সেবা বাড়ানো হয়েছে বলে মন্তব্য করে উপ-কমিশনার বলেন, সিএমপি কমিশনারের নির্দেশে প্রতি মঙ্গলবার সাধারণ মানুষের জন্য ওপেন হাউস ডে চালু করা হয়ছে। ওইদিন নানা অভিযোগ শুনে তদন্ত করে আইনগত সেবা দেবে সিএমপি।
অতিরিক্ত উপ-কমিশনার তারেক আজিজ আরও বলেন, গত ১৫ দিনে সিএমপির ১৬ থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একইসময়ে গাঁজা উদ্ধার করা হয়েছে ৫৮ কেজি। মাদক সংশ্লিষ্ট মামলা হয়েছে ১৬ থানায় ২৬টি। এছাড়া দেশী-বিদেশী মদও উদ্ধার করা হয়েছে। এছাড়া মঙ্গলবার বায়েজিদ এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২৪ ঘণ্টার মধ্যে দুই ছিনতাইকারীকে গেফতার করতে সক্ষম হয় পুলিশ
ট্রাফিক বিভাগের সাফল্যের কথা জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘ট্রাফিক সেবা দিতে বর্তমান সিএমপি ট্রাফিক বিভাগ এখন পুরোপুরী সক্ষম। গত এক মাসে ট্রাফিক বিভাগ কর্তৃক মামলা রুজু করা হয়েছে দুই হাজার ৮৭৯টি। আর একইসময়ে জরিমানা সংগ্রহ করা হয়েছে ৮৯ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা। এছাড়া অবৈধভাবে চলাচল করা ব্যাটারিচকালিত রিকশা আটক করা হয়েছে এক হাজার ৮৯৪টি। রুটপারমিট এবং রেজিস্ট্রেশন বিহীন সিএনজি অটোরিকশা আটক হয়েছে ৭৩০টি। অন্যান্য রুটপারমিট এবং রেজিস্ট্রেশন বিহীন যান আটক করা হয়েছে এক হাজার ৭৯৮টি।
৫ আগস্ট লুটপাটের ঘটনার বিষয়ে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, গত ৫ আগস্ট হালিশহর ও কোতোয়ালী থানায় লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই টোকাই শ্রেণির। তাদের কাছ থেকে লুট করা ২০টির মতো মোবাইল উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, জুলাইয়ের কোটা আন্দোলনকে ঘিরে ৫ আগস্ট সরকার পতনের পর সেদিন বিকালে চট্টগ্রামসহ দেশের প্রায় ৪৫০ টি থানায় ভাঙচুর, অগ্নি সংযোগসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় থানা-পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। অনেক জায়গায় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট হয়। এরপর আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে। অনেক পুলিশ কর্মস্থল ত্যাগ করে বাড়ি ঘরে চলে গিয়েছিলেন। এরপর পুলিশ কার্যক্রম প্রায় তিনদিন স্থগিত ছিল। পরে এই অবস্থায় অন্তবর্তীকালীন সরকারের কিছু উদ্যোগের ফলে ১০ আগস্ট থেকে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করেন। দীর্ঘ দুই মাস পর গতকাল থেকে পূর্ণ পরিসরে নগরী ১৬ থানায় কার্যক্রমে ফিরছে সিএমপি।