অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগ: এবিএম খাইরুলের তথ্য চেয়ে তিন সংস্থায় দুদকের চিঠি

সুপ্রভাত ডেস্ক »

অবৈধভাবে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের তথ্য চেয়ে রাজউক, এনবিআর ও গৃহায়ণে চিঠি দিয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধানের জন্য ৭ সদস্যের একটি টিম গঠন করেছে  দুদক।

বৃহস্পতিবার (২৪ জুলাই) গণপূর্ত ও রাজউকের অসাধু কর্মকতাদের যোগসাজশে সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে বিধি বহির্ভূতভাবে প্লট হস্তান্তর করার অভিযোগে বিভিন্ন দফতরে চিঠি দুদক চিঠি পাঠায় বলে জানা গেছে।

এদিকে ভিআইপিদের ১৫ জন ড্রাইভারকে ঝিলমিল আবাসিক প্রকল্প প্লট দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। প্লট পাওয়া ১৫ ড্রাইভার হলেন— সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিললা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম, এবং নুরুন্নবী।

অভিযোগ অনুসন্ধানে গতকাল বুধবার দুদকের একটি টিম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে অভিযান চালায়। এসময় তারা জানতে পারে রাষ্ট্রীয় ক্ষেত্রে অসামান্য অবদান রাখার কোটায় এই ১৫ ড্রাইভারকে প্লট দেয়া হয়েছিল। যার সুপারিশ করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।