নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে কয়লা মজুদ করে ডিপোতে সংরক্ষণ করে আসছিল সাহারা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এমন অনিয়মের চিত্র ফুটে ওঠে চট্টগ্রাম জেলা প্রশাসনের অভিযানে। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানাসহ ওই ডিপোর ইনচার্জ মো. আল আমিনকে ১ বছরের কারাদ- দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে পুরাতন ব্রিজ ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক বলেন, আমরা নদীর তীরে একটি কয়লার ডিপোতে অনিয়মতান্ত্রিকভাবে কয়লা সংরক্ষণ করতে দেখি। শুষ্ক আবহাওয়ায় এবং সূর্যের আলোতে কয়লাগুলো থেকে যে কোনো সময় অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। প্রতিষ্ঠানটিকে জরিমানার পাশাপাশি কয়লা ও নদীর তীরের অবৈধ দখল সরিয়ে নিতে এক সপ্তাহ সময় দিয়েছি। এছাড়া সাহারা এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা জরিমানা ও ডিপোর ইনচার্জকে এক বছরের কারাদ- দেওয়া হয়েছে।