প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়ের ক্যাম্পাসে ‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে ২৯ সেপ্টেম্বর।
দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। দর্শনার্থীদের মতে, প্রদর্শনীর আলোকচিত্রগুলোর মাধ্যমে অদেখা শেখ হাসিনার সঙ্গে পরিচয়ের সুযোগ তৈরি করা হয়েছে। এক দর্শনার্থী বলেন, ‘এখানে এমন ছবি আছে যেগুলো আমরা আগে কখনোই দেখিনি।
এসব ছবি দেখে আগামী প্রজন্মের মাঝে শেখ হাসিনার চেতনা, দেশপ্রেম সঞ্চারিত হবে। অনেক দুর্লভ ছবি এখানে দেখলাম।’
আরেক দর্শনার্থীর মতে, ‘শেখ হাসিনা এখন শুধু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা একটি দেশের প্রধানমন্ত্রিত্বের গ-িতে আবদ্ধ নন। তিনি এখন বিশ্বনেতা। আজকের দিনে আমরা যারা ছাত্র, আমাদের মধ্যেই কেউ কেউ বাংলাদেশের ভবিষ্যত কা-ারি।’
উল্লেখ্য, লোকজনের আগ্রহের কারণে সময়কাল আগামী ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি
‘অপ্রতিরোধ্য শেখ হাসিনা’ আলোকচিত্র প্রদর্শনী ১ অক্টোবর পর্যন্ত বাড়ল
প্রিমিয়ার ইউনিভার্সিটি