নিজস্ব প্রতিবেদক »
পোশাকশ্রমিক মাহমুদ তালুকদারের কাছে বেড়াতে এসেছিলো তার শিশুসন্তান মো. আবদুল্লাহ (১৩)। এক বিকেলে খেলতে গেলে তাকে অপহরণ করে একটি চক্র। এরপর তাকে খুন করে বস্তাবন্দি অবস্থায় ফেলে রাখে দুটি দালানের মাঝে ফাঁকা জায়গায়।
গতকাল (বৃহস্পতিবার) সকাল ১১টায় ইপিজেড থানার বন্দরটিলার আয়েশার মার গলির হামিদ আলী সুকানির বাড়ির পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. জামান উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ এসে বস্তাবন্দি ওই শিশুটির মরদেহ উদ্ধার করেছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে সে খেলতে গিয়ে নিখোঁজ হয় বলে তার পরিবার জানিয়েছে। এরপর তাদের কাছে কল দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে কে বা কারা শিশুটির বস্তাবন্দি মরদেহ দুই ভবনের মাঝখানে ফেলে চলে যায়। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
জানা যায়, শিশু আবদুল্লাহর বাবা মাহমুদ তালুকদার প্যাসিফিক জিন্স নামে একটি গার্মেন্টসে কাজ করেন। তার বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকার বর বানাই গ্রামে। ছুটি কাটাতে এ শিশু তার বাবার বাসায় বেড়াতে এসেছিল।