মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০টায় মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর এম.এ আজিজ স্টেডিয়াম গেইটস্থ চত্বরে বিজয় শিখা প্রজ্বলন উদ্বোধন করেন মুক্তিযদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।
বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিইনসি’র সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহতাবউদ্দিন চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নঈমউদ্দীন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস হাফিজ খান রুমু, মুক্তিযোদ্ধা কমান্ডার আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়ারের আহ্বায়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, সচিব রাজেশ ইমরান, জয়নউদ্দিন জয়, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুবলীগ নেতা নূরুল আজিম রনি, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াডের আরফাতুল আলম ঝিনুক, তাহমিনা বেগম, নন্দিতা দাশ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুদ্দিনসহ, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীরা।
শিখা প্রজ্বলন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সন্তান ও নতুন প্রজন্মের হাতে আজ এই বিজয় শিখা তুলে দিলাম। আমাদের দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের মহা সোপানে নতুন প্রজন্ম একেকজন ক্ষুদে মুক্তিযোদ্ধা হয়ে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে বাংলাদেশ কে রক্ষা করবে। বিজ্ঞপ্তি